Home

১৯৯৯ সালের কোন একদিন, যতদূর মনে পড়ে মাঝামাঝি, ১০৯ জন ছেলে(জেলার সেরা), দেশের সেরা বিদ্যাপীঠ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ে চান্স পেয়ে ভকাৎ করে ঢুঁকে গেনু। কারো নাখে পোঁটা, কারো পাঁছা মোটা, কারো আবার সাইজ লম্বা লঘা, কেউ কেউ মা বাপের নাদুস নুদুস গোলাপি ঠোঁটের ভদ্র ছ্যালা। শুরু হয়ে গেল প্রিয় হরিমোহন ‘০৪ এর পথচলা।এর ওর প্যান্ট ধরে টানাটানি, জিনিস দেখাদেখি, গারলসের মোড়ে চটপটি, বরফ খাওয়া আর সাদেকুল চুটকি স্যারের tiktok type মাইর আর আনোয়ার জাহান স্যারের “অগগে মাগে, মরে গেলাম” মাইর খ্যাতে খ্যাতে বড় হতে লাগলাম। ক্লাসের ফাঁকের চুটকি গুলো আস্তে আস্তে চোটি হল, উদয়ন মোড়ে অইসব ৫ টাকায় ডিজিটাল হল, সবার নিচের আর গালের লোম কালো ও বলিষ্ঠ হল। বিকালে লাল সবুজ নিল আর কালো সাইকেল লিয়ে ছিল্যা পিল্যা মহানন্দায় রোজ একই পানিতে লতুন লতুন ঢ্যাল ম্যারতে লাগ্লো। রংমেশানো সময় গুলো শেষ হতে থাকলো। ২০০৩ এর মাঝামাঝি আমরা হরিমোহন এস.এস.সি ০৪ ব্যাচ হয়ে গেলাম।

আয় না সবাই, ওই রঙের কোটার মুখটা আবার খুলি, একই ছবি সবাই মিলে আঁকি!!!

হরিমোহন শুন্য চার
ভালোবাসি বার বার
থাকবি তো পাশে
সব সময় সবার…