Md. Mesbahul Haque Sujon
২০০৪ সালে SSC পাশ করার পর ২০০৬ সালে নবাবগঞ্জ সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে HSC পাশ করি। ২০০৮ সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (BCIC) একমাত্র ট্রেনিং সেন্টার TICI(ঘোড়াশাল ইউরিয়া, নরসিংদী) Apprentice Grade-2 ট্রেনিং এ জয়েন করি। ৩ মাস পর সেখান থেকে In plant training এ কর্ণফুলী পেপার মিল, কাপ্তাই চলে যাই। সেখান থেকে ৫ মাস পর অব্যহতি নিয়ে ২০০৯ সালে ঢাকায় Stamford University Bangladesh এ EEE কোর্সে ভর্তি হই। ২০১৩ সালে স্নাতক শেষ করে বছরখানে টেলিকমিউনিকেশন কোম্পানিতে(Star Link) চাকুরী করি। বর্তমানে ঢাকায় এলিফ্যান্ট রোডে অবস্থিত একটা home electronic appliances sales & service shop ( CnE Labs) এ কর্মরত আছি।
পারিবারিক জীবনে আমি একটি কন্যা সন্তানের(২.৫ বছর) পিতা।
ফুটবল খেলার ভক্ত। পছন্দের খেলোয়াড় লিউনেল মেসি। আর্জেন্টিন ও বার্সেলোনা ফুটবল দলের সমর্থক। ক্রিকেট খেলতে পছন্দ করি, সাথে প্রচুর ভ্রমণ প্রিয় আমি।
জীবনের সেরা সময় কেটেছে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত হরিমোহন সরকারী স্কুলের বিভিন্ন ক্লাশরুমে।